কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ এ ০৭:১১ PM

মিশন ও ভিশন

কন্টেন্ট: পাতা

অভিলক্ষ্য (Mission): বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনমালিকানা ভিত্তিক ও কল্যানমুখী সমাজ ও রাষ্ট্র গড়ার চেতনার আলোকে সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রেখে সরকারের নীতিকৌশল, দেশের সামগ্রিক উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও প্রতিদিনের সংবাদ ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভাবে জনগণের সামনে উপস্থাপন করা।

রুপকল্প (Vision): দেশী-বিদেশী গ্রাহক ও পাঠকদের নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে সঠিক, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য (Correct, impartial & trustworthy) সংবাদ পরিবেশন করে সংস্থাকে একটি আন্তর্জাতিক মানের ও আত্মনির্ভরশীল জাতীয় বার্তা সংস্থা ও তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন